নয়াদিল্লি, ৭ অক্টোবর : হরিয়ানায় মঙ্গলবার, ৮ অক্টোবর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। ওই দিন জম্মু ও কাশ্মীরেও বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। এই মুহূর্তে হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে ভোট গণনার প্রস্তুতি চলছে জোরকদমে। হরিয়ানা ভোট হয়েছে ক দফায়। মোট বিধানসভা আসনের সংখ্যা ৯০। হরিয়ানায় ৬৭ শতাংশের বেশি ভোট পড়েছে।
জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে ৩ দফায়। এবার অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভোট-উৎসবে শামিল হয়েছেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা। ফলাফল কি হয়, তা জানা যাবে মঙ্গলবার। তার আগে ভোট গণনার প্রস্তুতি চলছে জোরকদমে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।