ভোপাল, ২৪ অক্টোবর : বৃহস্পতিবার বিশ্ব পোলিয়ো দিবস। প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্ব পোলিয়ো দিবস পালিত হয়। এই দিবস উপলক্ষ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, 'বিশ্ব পোলিয়ো দিবস' উপলক্ষে পোলিয়ো মুক্ত সমাজ গড়তে আমি সকলের অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসুন আমরা বাচ্চাদের নিয়মিত পোলিয়ো টিকা দিতে যেন না ভুলি।
উল্লেখ্য, পোলিয়ো একটি গুরুতর রোগ যা বেশিরভাগই ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। তাই এই বিশেষ দিনে পোলিয়ো টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো হয় এবং পোলিয়ো নির্মূলে প্রচার করা হয়। বিশ্ব পোলিয়ো দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ডঃ যাদব শিশুদের নিয়মিত পোলিয়ো ডোজ দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন করেছেন।