দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তর রেলের মোরাদাবাদ রেলওয়ে ডিভিশনের আধিকারিক (ডিসিএম) জানিয়েছেন, ট্রেন নম্বর ২২৫৪৫ / ২২৫৪৬ লখনউ-দেরাদুন-লখনউ বন্দেভারত এক্সপ্রেসের জেসিও বিজনৌর জেলার নজিবাবাদ স্টেশনে ১০ ডিসেম্বর থেকে থামবে ।
রেলের আধিকারিক আরও জানান , ট্রেন নম্বর ২২৫৪৫ লখনউ-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের জেসিও ১০ ডিসেম্বর থেকে সকাল ১১:০৮ থেকে দুই মিনিটের জন্য নাজিবাবাদ স্টেশনে থামবে এবং ট্রেন নম্বর ২২৫৪৬ দেরাদুন-লখনউ বন্দে ভারত এক্সপ্রেসের জেসিও বিকাল ০৪:১৭ থেকে দুই মিনিটের জন্য নাজিবাবাদ স্টেশনে থামবে ।