Country

3 days ago

Kerala:অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত কেরল, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা

Kerala hit by incessant rains, several areas affected
Kerala hit by incessant rains, several areas affected

 

কেরল, ২৬ জুন : কেরলে এসেছে বর্ষা। আগেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। জারি করা হয়েছিল সতর্কতা। মিলে গিয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। অবিরাম বৃষ্টিতে ভাসছে কেরলের বিস্তীর্ণ এলাকা।

জানা গেছে, কেরলের একাধিক জায়গায় বৃষ্টির জেরে মাটি নরম হয়ে ভেঙে পড়ে গাছ, ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। ত্রিশুর এবং এর্নাকুলাম জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। মঙ্গলবার রাত থেকে প্রবল বর্ষণে আলাপুজা, কান্নুর এবং ইদুক্কি জেলারও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে আতঙ্কে আছেন কেরলের একাধিক জেলার বাসিন্দারা।


You might also like!