Country

4 weeks ago

Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র

Kejriwal
Kejriwal

 

নয়াদিল্লি, ২৮ মার্চ : আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১ এপ্রিল পর্যন্ত ইডি-র হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কেজরিওয়ালকে ৭-দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল ইডি, কিন্তু ১ এপ্রিল পর্যন্ত হেফাজতের মেয়াদ বৃদ্ধি মঞ্জুর করেছে আদালত। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় কেজরিওয়াল ফের একবার বলেন, তাঁর গ্রেফতারি আসলে রাজনৈতিক ষড়য্ন্ত্র। মানুষ মোক্ষম জবাব দেবে।

এদিন কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ইডি আদালতে বলে, একটি মোবাইল ফোনের ডেটা (গ্রেফতারকারীর স্ত্রীর) সংগ্রহ করা হয়েছে এবং বিশ্লেষণ করা হচ্ছে। ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে তল্লাশির সময় বাজেয়াপ্ত করা অন্য ৪টি ডিজিটাল ডিভাইস থেকে ডেটা (গ্রেফতারকারীর নিজের) এখনও উদ্ধার করা হয়নি, কারণ ধৃত ব্যক্তি নিজের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পরে পাসওয়ার্ড/লগইন শংসাপত্র দেওয়ার জন্য সময় চেয়েছে৷


You might also like!