kolkata

1 week ago

Suvendu Adhikari: রামনবমীর মিছিল ঘিরে অশান্তি,মুর্শিদাবাদে রামনবমীর হিংসায় NIA দাবি শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে অশান্তি। এই ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। NIA তদন্তের দাবি জানিয়েছেন তিনি। রাজ্যপালের হস্তক্ষেপের দাবিও করেন শুভেন্দু অধিকারী । রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এই মর্মে চিঠি দিলেন তিনি। 

এই বিষয়ে X হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উদাসীনতার কারণে ডালখোলা, রিষড়া এবং শ্রীরামপুরে রামনবমীর শোভাযাত্রায় আক্রমণ হয়েছিল। এই বছরও মমতার পুলিশ রামভক্তদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

এরপরেই শক্তিপুরের ঘটনার উল্লেখ করেন শুভেন্দু। তিনি লিখেছেন, শক্তিপুরে একটি শান্তিপূর্ণ রামনবমী মিছিল, যার জন্য প্রশাসনের সমস্ত যথাযথ অনুমতিও ছিল, তাতে দুর্বৃত্তরা আক্রমণ কর, বেলডাঙ্গা -।। ব্লক; মুশিদাবাদা

এরপর সরাসরি পুলিশের বিরুদ্ধেই অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু। তিনি লিখেছেন, অদ্ভুতভাবে, এবার, মমতা পুলিশও এই ভয়ঙ্কর আক্রমণে দুষ্কৃতীদের সঙ্গে যোগ দেয়। শোভাযাত্রা থামাতে ও রাম ভক্তদের ছত্রভঙ্গ করতে তাঁদের উপর টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। শুধু তাই নয়, মানিক্যহার মোড়ে সনাতনী সম্প্রদায়ের দোকান ভাঙচুর ও লুটপাট করা থেকেও দুর্বৃত্তদের আটকাতে পারেনি মমতা পুলিশ।'

এরপর মুখ্যমন্ত্রী দিকে আঙুল তুলে শুভেন্দু বলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি ও প্ররোচনার ফল। শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে হলে এই রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে।'

বুধবার মুশিদাবাদের শক্তিপুরে রাম নবমীর শোভাযাত্রা ঘিরে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়। সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

বৃহস্পতিবারও গোটা এলাকা কার্যত থমথমে। প্রশাসন অশান্তি হয়েছে, এমন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। এছাড়াও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজ্য পুলিশ জানিয়েছে, শক্তিপুর এলাকায় এই সংঘর্ষ হয়েছে। সেই কারণে এই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফের কোনও অশান্তির সম্ভাবনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে রাতে নতুন করে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রাম নবমীতে পূর্ব মেদিনীপুরেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাম নবমীর শোভাযাত্রায় সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। বিজেপির অভিযোগ, মিছিলে পাথর ছোড়া হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ।

বিজেপির অভিযোগ, পুলিশ তাদের ৫ কর্মীকে গ্রেফতার করেছে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে যান। দলীয় কর্মীদের মুক্তির দাবি করেন তিনি। তাঁর নেতৃত্বে বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে বেলদা-কাঁথি মহাসড়ক অবরোধ করে রাতভর বিক্ষোভ প্রদর্শন করে।


You might also like!