পাটনা, ১ সেপ্টেম্বর: জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বরিষ্ঠ নেতা কেসি ত্যাগী দলের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর জায়গায় দলের আরেক নেতা রাজীব রঞ্জন প্রসাদকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দলের তরফে জানানো হয়েছে, কেসি ত্যাগী ব্যক্তিগত কারণ এর জন্য পদত্যাগ করেছেন। কেসি ত্যাগীর পদত্যাগ দল গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে জনতা দল ইউনাইটেডের তরফে।
জেডিইউ-এর তরফে জানানো হয়েছে, নীতীশ কুমার দলের জাতীয় মুখপাত্র হিসেবে নিযুক্ত করেছেন রাজীব রঞ্জন প্রসাদকে। তবে জেডিইউ এর একটি সূত্র জানাচ্ছে, কেসি ত্যাগী বেশ কিছু বিষয়ে দলের থেকে ভিন্ন সুরে কথা বলছিলেন। যে কারণে দলকে বিব্রত হতে হয়েছে। সেই কারণেই সরে যেতে হলো ত্যাগীকে, এমনটাই শোনা যাচ্ছে। যদিও কেসি ত্যাগী ব্যক্তিগত কারণ দর্শিয়ে পদত্যাগ করেছেন বলে জেডিইউ-এর তরফে জানানো হয়েছে।