Country

1 year ago

Jammu-Srinagar National Highway:যান চলাচলের জন্য ফের খুলে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

jammu
jammu

 

জম্মু, ২৬ মার্চ : রবিবার থেকে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক দুদিক থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে মহাসড়কের দুই পাশ থেকে ছোট যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, ভারী যানবাহনগুলিকে শুধুমাত্র শ্রীনগর থেকে জম্মু যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার ভূমিধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ ছিল। প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কের ক্যাফেটেরিয়া মোড়ের কাছে ভূমিধসের ঘটনা ঘটে। বর্ডার রোডস অর্গানাইজেশনের মেশিন ও কর্মীদের সহায়তায় মহাসড়ক থেকে ধ্বংসাবশেষ অপসারণের পর রবিবার এটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

অন্যদিকে, তুষারপাতের কারণে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের সাথে রাজৌরি ও পুঞ্চ জেলার সংযোগকারী মুঘল সড়ক এখনও বন্ধ রয়েছে। এই রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং খুব শীঘ্রই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।


You might also like!