শ্রীনগর, ২৮ নভেম্বর: কাশ্মীরে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মুতেও। পাশাপাশি আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর পর্যন্ত মূলত মেঘলা থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। আগামী ৩ দিন জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২৯-৩০ নভেম্বরের মধ্যে এমন থাকবে আবহাওয়া। মেঘলা হওয়ার কারণে কাশ্মীরের নানা স্থানে সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গিয়েছে। নানা স্থানে কমেছে ঠান্ডা ও বেড়েছে তাপমাত্রার পারদ।