Country

1 year ago

Weather forecast of J & K: ১ ডিসেম্বর পর্যন্ত মেঘলা থাকবে জম্মু ও কাশ্মীর, হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা ভূস্বর্গে

Jammu and Kashmir will remain cloudy till December 1, with light rain and snow likely
Jammu and Kashmir will remain cloudy till December 1, with light rain and snow likely

 

শ্রীনগর, ২৮ নভেম্বর: কাশ্মীরে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মুতেও। পাশাপাশি আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর পর্যন্ত মূলত মেঘলা থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। আগামী ৩ দিন জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২৯-৩০ নভেম্বরের মধ্যে এমন থাকবে আবহাওয়া। মেঘলা হওয়ার কারণে কাশ্মীরের নানা স্থানে সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গিয়েছে। নানা স্থানে কমেছে ঠান্ডা ও বেড়েছে তাপমাত্রার পারদ।

You might also like!