Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Country

7 months ago

NF Rail : ছয়টি লোকোমোটিভে জলবিহীন ইউরিনাল স্থাপন এনএফ রেলের

NF Rail
NF Rail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  লোকো-পাইলটদের কাজের অবস্থা আরও উন্নত করার লক্ষ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ছয়টি ডব্লিউএজি-৯ এইচসি ক্লাস লোকোমোটিভে উদ্ধাবনীমূলক জলবিহীন ইউরিনাল স্থাপনের দ্বারা এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে সম্পদ সংরক্ষণ, সুবিধা এবং ট্রেন পরিচালনের সময় সুরক্ষা বৃদ্ধির উদ্দেশ্যে মালদা টাউন (এমএলডিটি)-এর ইলেকট্রিক লোকোশেডে জলবিহীন ইউরিনাল স্থাপন করা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ  এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন। প্রেস বিবৃতিতে তিনি জানান, জলবিহীন ইউরিনালে এমন একটি যান্ত্রিক শুষ্কতার বৈশিষ্ট্য রয়েছে, যা জলের প্রয়োজনীয়তা দূর করে, স্বাস্থ্য বিধি বজায় রাখার পাশাপাশি দুর্গন্ধ প্রতিরোধ করে। এগুলি একাধিক আধুনিক বৈশিষ্ট্যের সাথে সজ্জিত, যাতে অন্তর্ভুক্ত রয়েছে স্টেনলেস স্টিল ওয়্যারমেশ লাগানো ইপক্সি-কোটেড দুর্গন্ধহীন ইউনিসেক্স ডিজাইন, একটি পারফিউম ডিসপেন্সার এবং ইউরিনাল ম্যাট। ইউরিনালগুলিতে স্থানের উপর ভিত্তি করে অটোমেটিক এলইডি লাইট ও এগজস্ট ফ্যান চালানোর জন্য একটি মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক ব্যবস্থা, একটি অটো-সেন্সর ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার এবং একটি ইউভি-কন্ট্রোলড বীজাণুনাশক ব্যবস্থাও রয়েছে।

এই পদ্ধতির সুরক্ষামূলক বৈশিষ্ট্য হলো যখন ট্রেনটি থেমে থাকে এবং লোকোমোটিভ ব্রেক প্রয়োগ করা হয় তখনই শুধু প্রস্রাবাগারটি ব্যবহার করা যাবে। পরিচালনার সময় উচ্চস্তরীয় সুরক্ষা নিশ্চিত করা হয় এবং যে কোনও সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ হয়।উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মালদা টাউন লোকো শেডের অধীনে পর্যায়ক্রমিকভাবে আরও ৫০টি লোকোমোটিভে আসন্ন মাসগুলিতে এই সুবিধা স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। এই উন্নয়ন দীর্ঘ সময়ের কর্তব্যপালনের সময় লোকোপাইলটদের সুবিধা ও আরাম বৃদ্ধি করার পাশাপাশি জলের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাস করে স্থিতিশীল প্রচেষ্টার প্রতি অবদানও যুগিয়েছে। এর দ্বারা রেলওয়ে ব্যবস্থার মধ্যে সবুজ উদ্যোগের ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করা গেছে বলে প্রেস বিবৃতির মাধ্যমে জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

You might also like!