Country

5 days ago

Amit Shah: আগামী বছরের ৩১ মার্চের আগেই নকশালমুক্ত হবে ভারত,অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ২০ মার্চ : নকশাল-মুক্ত ভারত অভিযানে বৃহস্পতিবার বড়সড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর ও কাঙ্কের জেলায় নিকেশ হয়েছে ২২ জন মাওবাদী। এই সাফল্যের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, আগামী বছরের ৩১ মার্চের আগেই নকশালমুক্ত হবে ভারত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আজ আমাদের জওয়ানরা 'নকশাল মুক্ত ভারত অভিযান'-এর লক্ষ্যে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে। ছত্তিশগড়ের বিজাপুর এবং কাঙ্কেরে আমাদের নিরাপত্তা বাহিনীর দু'টি পৃথক অভিযানে ২২ জন নকশাল নিহত হয়েছে। মোদী সরকার নকশালদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে এবং আত্মসমর্পণ না করা নকশালদের বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি গ্রহণ করছে। আগামী বছরের ৩১ মার্চের আগে দেশ নকশালমুক্ত হবে।"


You might also like!