Country

1 year ago

Uttarkashi:উত্তরকাশিতে জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ, ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজেও বিশেষ জোর

Uttarkashi tunnel rescue operation
Uttarkashi tunnel rescue operation

 

উত্তরকাশি, ২৮ নভেম্বর : উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ জোরকদমে চলছে। শ্রমিকদের উদ্ধার করতে নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ‘র‌্যাট-হোল মাইনিং’। অর্থাৎ, শ্রমিকদের উদ্ধার করতে খোঁড়া হচ্ছে ‘ইঁদুরের গর্ত’! সুড়ঙ্গের সামনের দিক থেকে যে অংশ খোঁড়া হচ্ছিল, খননযন্ত্র খারাপ হয়ে যাওয়ার কারণে সেখানে নতুন পদ্ধতি অবলম্বন করে এগোতে হচ্ছে উদ্ধারকারীদের।

উদ্ধারকারী দলের পক্ষ থেকে মঙ্গলবার সকালে জানানো হয়েছে, "ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজ করা হচ্ছে। আমরা ৫১ মিটারে পৌঁছেছি।" মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কুপার বলেছেন, "গত রাতে খুব ভালোভাবে কাজ হয়েছে। আমরা ৫০ মিটার অতিক্রম করেছি। এখন প্রায় ৫-৬ মিটার যেতে হবে...গত রাতে আমাদের কোনও বাধা ছিল না। খুব ভালো লাগছে, সবই ইতিবাচক।"

উদ্ধারকাজের গতিপ্রকৃতি দেখতে মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে আসেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেছেন, "প্রায় ৫২ মিটার সম্পন্ন হয়েছে (পাইপ ঢোকানো)। এটি ৫৭ মিটারের কাছাকাছি পৌঁছলে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। আমি আসার আগে ১ মিটার পাইপ ঢোকানো হয়েছিল, আরও দুই মিটার সম্পন্ন হলে প্রায় ৫৪ মিটারের কাজ সম্পন্ন হবে। এর পরে, আরও একটি পাইপ ব্যবহার করা হবে, আগের স্টিলের গার্ডার পাওয়া গিয়েছে (ড্রিলিং চলাকালীন) , এটা এখন কমে গিয়েছে। এই মুহূর্তে, আমরা কংক্রিট খুঁজে পাচ্ছি, এটি কাটার দিয়ে কাটা হচ্ছে।"


You might also like!