উনা, ১৯ মার্চ : হিমাচল প্রদেশের বাজেটকে দিশাহীন বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর। তাঁর কথায়, বাজেট দিশাহীন এবং অন্যদের দোষারোপ করা ছাড়া, কংগ্রেস সরকার কিছুই করেনি। বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর বুধবার জিউনাক লা সদর দফতরে হারোলি মণ্ডল বিজেপির একটি সভায় যোগ দেন, উনা শহরে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন তিনি এবং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। অনুরাগ সিং ঠাকুর এদিন হিমাচল প্রদেশের বাজেট সম্পর্কে বলেছেন, বাজেট দিশাহীন এবং অন্যদের দোষারোপ করা ছাড়া, কংগ্রেস সরকার কিছুই করেনি। আসল প্রশ্ন হলো, প্রায় ৩ বছর ক্ষমতায় থাকার পর, এই সরকার কী করেছে? দুই বছর কেটে গিয়েছে, তৃতীয় বছর শুরু হয়েছে—নারীরা কি তাদের প্রতিশ্রুত আর্থিক সহায়তা পেয়েছেন?