নয়াদিল্লি, ১৫ জুলাই : আবারও প্রবল বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। সোমবার জাতীয় রাজধানীর প্রায় সর্বত্রই বেশ কিছু সময় ধরে ভারী বৃষ্টি হয়। এই বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন রাস্তায় জল জমে যায়। তবে, কোথাও যানবাহন চলাচল সেভাবে প্রভাবিত হয়নি। বৃষ্টির জন্য গাড়ির গতি একটু শ্লথ হয়ে যায়।
এদিন সকালে দিল্লি নর্থ এভিনিউ, যোধপুর হাউস, জনপথ, পন্ডিত পন্ত মার্গ সর্বত্রই বৃষ্টি হয়েছে। সিভিল লাইন্স এলাকায় রাস্তায় জলও জমে যায়। বৃষ্টি হয়েছে দিল্লির চাঁদনি চক এলাকাতেও। বেশ কিছু সময়ের বৃষ্টিতে ঘর্মাক্ত আবহাওয়া থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী।