Country

8 months ago

Giriraj singh:ভোট দেওয়ার আহ্বান গিরিরাজের, বললেন একটি ভোট দরিদ্রদের শক্তি দেবে

Giriraj singh
Giriraj singh

 

লখিসরাই, ১৩ মে : লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় সোমবার ভাগ্যপরীক্ষা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের। বিহারের বেগুসরাই থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এদিন সকালে বিহারের লখিসরাইয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন গিরিরাজ সিং এবং জনগণের কাছে বিপুল মাত্রায় ভোট দেওয়ার আহ্বান জানান।

ভোট দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী ও বেগুসরাই থেকে বিজেপি প্রার্থী গিরিরাজ সিং বলেছেন, "আমি বিহারের ভোটারদের কাছে আবেদন করতে চাই, তাঁরা অবশ্যই বাইরে বেরিয়ে ভোট দেবেন। একটি ভোট অটল বিহারী বাজপেয়ীর সরকারের পতন ঘটাতে পারে এবং প্রতিটি ভোট নরেন্দ্র মোদীকে ৪০০টিরও বেশি আসন জিততে সাহায্য করতে পারে, আপনাদের একটি ভোট দরিদ্রদের শক্তি দেবে।"

You might also like!