Country

3 weeks ago

Goutam Adani: বকেয়া না মেটানোয় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করল গৌতম আদানির সংস্থা

Gautam Adani
Gautam Adani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   বকেয়া না মেটানোয় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিল গৌতম আদানির সংস্থা।‘পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট’ অনুযায়ী, ৩০ অক্টোবরের মধ্যে টাকা দিয়ে দেওয়ার কথা ছিল। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আগাম সতর্কও করেছিলেন গৌতম আদানি। কিন্তু তারপরও বকেয়া না পেয়ে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হল। এর জেরে ওপার বাংলায় বিদ্যুতের সংকট দেখা দিয়েছে।

৫ আগস্ট সে দেশে হাসিনা সরকারের পতন হয়েছে। তারপর থেকে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির জেরে বিদ্যুতের বিল বকেয়া রয়ে গিয়েছে। জানা গেছে, বাংলাদেশের কাছে আদানি পাওয়ারের বকেয়া রয়েছে ৮৪৬ মিলিয়ন ডলার। অক্টোবরের ৩০ তারিখের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল। সেকথা মনে করিয়ে ২৭ অক্টোবর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চিঠিও দিয়েছিল আদানি গোষ্ঠী। এমনকি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (পিডিবি) এনিয়ে সতর্কও করা হয়েছিল।কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধ করা হয়নি। সেকারণে বিদ্যুৎ সরবরাহ কমানো হয়েছে। এতে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে দেশটিতে। বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংস্থার তরফে।

You might also like!