Country

1 month ago

Ratan Tata: পোষ্য থেকে রাঁধুনি, উইলে সম্পত্তির অংশীদার! কার নামে কত লিখেছেন রতন টাটা?

Ratan Tata
Ratan Tata

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গাপুজোর দিনে প্রয়াত হয়েছেন রতন টাটা। তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান হলেও, তাঁর জনদরদি কাজের জন্য অনেকে ভগবান হিসেবে মানেন। আর তাঁরই প্রয়ানে সকলেই শোকাহত। অন্যদিকে রতন টাটা মৃত্যুর পরই তাঁর সম্পত্তি কে পাবে? সেই নিয়ে চলছে নানা আলোচনা।

এই পরিস্থিতিতেই প্রকাশ্যে এল রতন টাটার উইল। সংবাদ সংস্থা সূত্রে খবর, রতন টাটা তাঁর উইলে প্রিয় পোষ্য, জার্মান শেফার্ড টিটোর কথা উল্লেখ করেছেন। জানা গিয়েছে, টিটোর সীমাহীন যত্নের কোনও খামতি যাতে না হয়, সেকথা উল্লেখ করেছেন তিনি।

শুধু তাই নয়! প্রিয় পোষ্যর সঙ্গেই টাটা ভেবেছেন তাঁর দীর্ঘ সময়ের সঙ্গীদের কথা। যাঁরা তাঁর সঙ্গে থেকেছেন তাঁর অনুপস্থিতিতে কী হবে তাঁদের? সেকথা ভেবে সম্পত্তির ভাগীদার হিসেবে নাম লিখেছেন শেষ বয়সের সঙ্গী, প্রিয় বন্ধু শান্তনু নাইডুর কথা। লিখেছেন পরিচারক, রাঁধুনীদের কথাও।

অনুমান প্রাক্তন টাটা সন্স চেয়ারম্যানের সম্পত্তির মূল্য অন্তত ১০ হাজার কোটি। জানা যাচ্ছে উইলে ভাই জিমি টাটা, সৎ বোন শিরিন ও ডিয়েনার কথাও উল্লেখ করেছেন। পাঁচ-ছয় বছর আগে রতন টাটার সঙ্গী হয় পোষ্য টিটো। রাঁধুনী রাজন এরপর থেকে টিটোর দেখভাল করবেন। অন্যদিকে প্রায় তিন দশকের সঙ্গী, পরিচারক সুব্বিয়ার কথাও বলে গিয়েছেন উইলে। শান্তনু নাইডুর স্টার্টআপ 'গুডফেলোজ' থেকে নিজেদের অংশীদারিত্ব ছেড়ে দিয়েছেন যেমন, তেমনই শান্তনুর বিদেশে পড়তে যাওয়ার সব খরচ তিনি নিজের অংশ থেকে দিয়েছেন বলেই জানা গিয়েছে। 

You might also like!