Country

7 months ago

Delhi apartment fire breaks out: দিল্লির আবাসনে আগুন, মৃত ৩

Fire in Delhi residence, 3 dead
Fire in Delhi residence, 3 dead

 

নয়াদিল্লি, ২৬ মে: দিল্লিতে আবারও অগ্নিকাণ্ড। শনিবার গভীর রাতে পূর্ব দিল্লির কৃষ্ণনগর এলাকার একটি আবাসনে আগুন লাগে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

দিল্লি দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, আমরা রাত ২.৩৫ মিনিটে ফোন পাই। মোট পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সকাল ৭.২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। ১৩ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল। তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।


You might also like!