Country

2 weeks ago

Amit Shah:অমিত শাহের ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক,দাবি বিজেপির, এফআইআর গেরুয়া শিবিরের

Amit Shah
Amit Shah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ডক্টরেটে সংরক্ষণ কোটা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ভিডিয়ো বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট করা অভিযোগ উঠেছিল। রবিরার এই ঘটনায় দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশের কাছে বিজেপি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দু’টি অভিযোগ জমা পড়েছিল। দিল্লি পুলিশের স্পেশাল সাইবার সেল এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছে।

বিজেপির অভিযোগ, ভিডিওটি ভুয়ো। অমিত শাহের ভিডিও বিকৃত করে কেউ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। মোট দুটি অভিযোগ পেয়েছে দিল্লি পুলিশ। বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের স্পেশাল সাইবার সেল এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছে। এ নিয়ে টুইট করেছেন অমিত মালব্য়।

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি অমিত শাহের একটি ভিডিওর বক্তব্যের কিছু অংশ কেটে তা পুনরায় সম্পাদনা করে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল করা হয়। সম্পাদিত ভিডিওতে স্বারাষ্ট্রমন্ত্রীকে এসসিস, এসটি ও ওবিসিদের জন্য সংরক্ষণের বিষয়ে মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি দেখলে মনে হয় যেন তিনি এসসি, এসটি ও ওবিসি-দের জন্য সংরক্ষণ-কে অসাংবিধানিক ঘোষণা করেছেন এবং বিজেপি ক্ষমতায় এলে সেই সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার কথা বলেছেন। কিন্তু আদপে তা নয়। বিজেপি ওই সম্পাদিত ভিডিও নিয়ে দেশ জুড়ে এফআইআর নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ভুয়ো ভিডিও বানিয়ে ছড়ানোর ব্যাপারে বিজেপি সরাসরি কংগ্রেসকে কাঠগড়ায় তুলছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেল এবং ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে দিল্লি পুলিশ। এছাড়াও এই ভিডিওটি কোন কোন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেই সম্পর্কে দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তথ্য চাওয়া হয়েছে।


You might also like!