নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর: শতাব্দী প্রাচীন সংসদের পুরনো ভবনকে আবেগঘন মনে বিদায় জানালেন সংসদ সদস্যরা। সংসদের পুরনো ভবনকে বিদায় জানিয়ে মঙ্গলবার নতুন ভবনে প্রথম অধিবেশন শুরু হচ্ছে। দুপুরে প্রথমবার সংসদের নতুন ভবনে বসবে অধিবেশন। গত ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়। তার পর সংসদের বাদল অধিবেশন বসেছিল পুরনো ভবনেই। গণেশ চতুর্থীর দিন নতুন সংসদ ভবনের কাজ শুরুর জন্য বেছে নেওয়া হয়েছে। সোমবার থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। সোমবার শেষ হয়েছে পুরনো সংসদ ভবনের শেষ দিনের অধিবেশন। শেষ দিনে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সংসদ ভবনের নাম রাখা হয়েছে ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’। গেজেট বিজ্ঞপ্তি জারি করে জানাল লোকসভার সচিবালয়।
মঙ্গলবার আবেগঘন মনে সংসদের শতাব্দী প্রাচীন পুরনো ভবনকে বিদায় জানানো হয়েছে। নতুন সংসদ ভবনের পথচলা শুরু হওয়ার প্রাক্কালে পুরনো ভবনে সাংসদদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরনো সংসদ ভবনে গ্রুপ ফটো তোলার সময় জ্ঞান হারান বিজেপি সাংসদ। রাজ্যসভার বিজেপি সাংসদ নরহরি আমিন অচৈতন্য হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করা হয়। পরে এক সঙ্গে ছবি তোলেন তিনি। পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে সাংসদদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী একসঙ্গে বসেন। সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদের পুরনো ভবনের স্মৃতিচারণ করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ। প্রহ্লাদ বলেছে, "২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রীর পরিকল্পিত একটি উন্নত দেশের পথ প্রশস্ত করা নতুন এবং উদীয়মান ভারতের প্রতীক যা নতুন ভবন থেকে সংসদের দু'টি কক্ষের কার্যাবলী নিয়ে আমি খুব খুশি এবং উৎসাহী।" সেন্ট্রাল হলে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘‘২০৪৭ সালের মধ্যে উন্নত দেশের তকমা অর্জন নির্ভর করছে আমাদের দেশের নাগরিকদের উন্নয়নের উপর।’’ বিজেপি সাংসদ মানেকা গান্ধী বলেন, "আজ একটি ঐতিহাসিক দিন এবং আমি এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে গর্বিত। আমরা একটি নতুন ভবনে যাচ্ছি এবং আশা করছি, এই বিশাল ভবনটি একটি নতুন ভারতের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।" সেন্ট্রাল হলে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘‘সংসদের নতুন ভবন ঐতিহ্য এবং আধুনিকতার জ্বলন্ত দৃষ্টান্ত।’’