Country

1 month ago

DMK protests against budget deprivation:বাজেটে বঞ্চনার প্রতিবাদে ডিএমকে-র বিক্ষোভ, মোদী সরকারকে নিশানা দয়ানিধির

Dayanidhi targets Modi government
Dayanidhi targets Modi government

 

চেন্নাই, ২৭ জুলাই : গত ২৩ জুলাই তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট পেশ হওয়ার পর থেকেই একাধিক রাজ্য বঞ্চনার অভিযোগ এনেছে। এবার ডিএমকে-ও বঞ্চনার অভিযোগ জানিয়ে প্রতিবাদে সামিল হল। শনিবার সকালে চেন্নাইয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ডিএমকে-র নেতা ও কর্মীরা। মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।

ডিএমকে সাংসদ দয়ানিধি মারান বলেছেন, "দক্ষিণী রাজ্যগুলি, বিশেষ করে তামিলনাড়ু, মোদী সরকারের দ্বারা ক্রমাগত অবহেলিত হচ্ছে। আমরা গত ৩ বছর ধরে মেট্রোর দ্বিতীয় পর্যায়ের জন্য অনুদান চেয়েছি, কিন্তু এখনও একটি টাকাও দেওয়া হয়নি। অন্ধ্রপ্রদেশ নতুন রাজধানীর জন্য ১৬ হাজার কোটি টাকা পাচ্ছে, যখন টেকনিক্যালি ৩৫ হাজার কোটি টাকা বন্যা ত্রাণের নামে বিহারকে দেওয়া হচ্ছে।"


You might also like!