Entertainment

4 months ago

Director Zoya Akhtar: সুড়সুড়ি দিতে ছবিতে অন্তরঙ্গ দৃশ্য! পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন পরিচালক জ়োয়া আখতার

Zoya Akhtar (Symbolic Picture)
Zoya Akhtar (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- হিন্দি ছবি হোক বা বাংলা, সব ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্য তুলে ধরেন পরিচালকেরা। পর্দায় অন্তরঙ্গ দৃশ্যেকে অনেক বিশেষ ভাবে নজর দেন পরিচালকেরা। তবে ঠিক কেমন হওয়া উচিত এই দৃশ্য? এই বিষয়ে সাক্ষাতকারে পরিচালক জ়োয়া আখতার তুলে ধরলেন নানা তথ্য।

জ়োয়া মনে করেন, ছবিতে সম্মতিমূলক ঘনিষ্ঠ দৃশ্য দেখানো জরুরি। তাঁর কথায়, 'পর্দায় সম্মতিমূলক অন্তরঙ্গ দৃশ্য দেখানো দরকার। আমি এমন একটা সময়ে বড় হয়েছি, যখন দেখেছি পর্দায় মহিলাদের উত্যক্ত করার দৃশ্য দেখানো হয়েছে। মহিলাদের মারধর করা বা যৌন হেনস্থার দৃশ্যও খুব স্বাভাবিক ভাবে দেখানো হয়েছে। এই ধরনের দৃশ্য প্রদর্শনে কোনও বাধা ছিল না। অথচ একটা চুম্বনের দৃশ্য দেখাতে যত সমস্যা!'

জাভেদ-কন্যা জানান, পর্দায় নির্মেদ প্রেম, স্নেহের সম্পর্কের সমীকরণ তুলে ধরা দরকার। তাঁর কথায়, 'মানুষকে প্রেম, স্নেহ, দু'জন প্রাপ্তবয়স্কের মধ্যে সুস্থ ভাবে তৈরি শারীরিক সম্পর্ক দেখতে দিতে হবে।' পরিচালক হিসাবে জ়োয়া মনে করেন, প্রত্যেক ছবির ভিন্ন ভাষা রয়েছে। প্রত্যেক পরিচালকেরও গল্প বলার আলাদা ধরন রয়েছে। তাঁর কথায়, 'পুরুষদের নগ্নতা প্রদর্শন করতে ফরাসিরা আমেরিকাবাসীদের থেকে অনেক বেশি সাবলীল। শরীরের সঙ্গে ওদের সম্পর্কটা একেবারে অন্য রকম। এটা ওঁদের সংস্কৃতির মধ্যেই পড়ে। নিজের শরীর নিয়ে ওঁরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। যৌনতাকে এবং নিজের শরীরকে কেউ কী ভাবে দেখেন, সেটা গুরুত্বপূর্ণ।'

You might also like!