kolkata

4 months ago

Durga Puja:দুর্গাপুজোর আগে গঙ্গার দুপাশের বাসিন্দাদের জন্য বড় ঘোষণা কলকাতা মেট্রোর

Ahead of Durga Puja, Kolkata Metro has a big announcement for residents on both sides of the Ganges
Ahead of Durga Puja, Kolkata Metro has a big announcement for residents on both sides of the Ganges

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সপ্তাহের অন্যান্য দিনের মতোই রবিবারও হাওড়া ময়দান-এসপ্লানেড পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ১ সেপ্টেম্বর থেকে গ্রিন লাইনে রবিবারও ছুটবে মেট্রো। রবিবার প্রথম মেট্রো মিলবে দুপুর ২টো ১৫ নাগাদ এবং শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪৫ মিনিটে।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "কলকাতাবাসী ও হাওড়াবাসীর জন্য সুখবর। গ্রিন লাইনে (হাওড়া ময়দান- এসপ্লানেড) মেট্রো রেল চালু হয়েছিল ১৫ মার্চ। এতদিন পর্যন্ত সোমবার থেকে শনিবার এই রুটে মেট্রো চালাতাম। এবার থেকে রবিবারও মেট্রো চলবে। তবে সূচিটা একটু আলাদা। ১ সেপ্টেম্বর দুপুর ২টো ১৫ থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত আমরা মেট্রো পরিষেবা দেব। প্রত্যেক ১৫ মিনিট অন্তর অন্তর পাওয়া যাবে মেট্রো। আপাতত পরীক্ষামূলকভাবে চালাচ্ছি।''


You might also like!