Country

5 months ago

Congress protest : ২২ আগস্ট বৃহত্তর আন্দোলনের ডাক কংগ্রেসের, উঠলো সেবি চেয়ারম্যানকে অপসারণের দাবি

Congress  protest (symbolic picture)
Congress protest (symbolic picture)

 

নয়াদিল্লি, ১৪ আগস্ট : আগামী ২২ আগস্ট বৃহত্তর আন্দোলনের ডাক দিল কংগ্রেস। সেবি চেয়ারম্যানকে অপসারণের দাবি তুললো কংগ্রেস। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও সাংসদ কে সি বেণুগোপাল বলেছেন, "সমগ্র দেশে ২২ আগস্ট জাতীয় স্তরের একটি বিশাল আন্দোলন হবে। আমরা সেবি চেয়ারম্যানকে পদ থেকে অপসারণের দাবিতে প্রতিটি রাজ্যের রাজধানীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিস ঘেরাও করব।"

মঙ্গলবারের সর্বভারতীয় কংগ্রেস কমিটির বৈঠক প্রসঙ্গে কে সি বেণুগোপাল বলেছেন, "আমরা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে এআইসিসি-র সাধারণ সম্পাদক, ইনচার্জ এবং পিসিসি সভাপতিদের একটি বৈঠক ডেকেছি। আমরা এই মুহূর্তে দেশে ঘটে চলা সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলির মধ্যে একটি সম্পর্কে আলোচনা করেছি-হিন্ডেনবার্গের উদ্ঘাটন, আদানি এবং সেবি সম্পর্কিত কেলেঙ্কারি। আমরা সর্বসম্মতিক্রমে এই ইস্যুতে দেশব্যাপী আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি, দু'টি দাবিতে, একটি হল আদানি মেগা কেলেঙ্কারির জেপিসি তদন্ত, যেখানে প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে জড়িত এবং যেখানে আর্থিক বাজারের নিয়ন্ত্রণ এখন গুরুতরভাবে আপস করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।

You might also like!