Country

2 weeks ago

PM Narendra Modi in Karnataka: কর্ণাটককে নিজেদের 'এটিএম' বানিয়েছে কংগ্রেস, তোপ প্রধানমন্ত্রী মোদীর

PM Narendra Modi in Karnataka (File Picture)
PM Narendra Modi in Karnataka (File Picture)

 

বাগালকোট, ২৯ এপ্রিল: কর্ণাটককে নিজেদের 'এটিএম' বানিয়েছে কংগ্রেস। তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কর্ণাটকের বাগালকোটের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "এত অল্প সময়ে কংগ্রেসের লোকজন কর্ণাটকের সরকারি কোষাগার খালি করেছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে সেখানকার বিধায়করা উন্নয়নমূলক কাজের জন্য তহবিল পাচ্ছেন না।"

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "২০২৪ সালের নির্বাচন ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচনের লক্ষ্য বিকশিত ভারত, একটি আত্মনির্ভর ভারত গড়ে তোলা এবং দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে রূপান্তর করা। শুধুমাত্র আপনাদের ভোটই এই সব উপলব্ধি করতে সাহায্য করতে পারে!" কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "দেশের জন্য কাজ করতে হলে দূরদৃষ্টি থাকতে হবে। দূরদৃষ্টি পেতে হলে ভক্তি থাকতে হয়। যখন কিছুই উপস্থিত থাকে না, ফলাফল শূন্য হয়। কিন্তু মোদীর ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি এবং নীতিবাক্য দুটোই পরিষ্কার। মোদী দিনরাত কাজ করে।"


You might also like!