রায়পুর, ৭ অক্টোবর : সোমবার থেকে ছত্তিশগড়ের স্কুলগুলিতে দশেরার ছুটি শুরু হলো। স্কুল শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, দশেরার ছুটি থাকবে ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। আর ১৩ অক্টোবর রবিবার থাকায় পড়ুয়ারা আরও একদিন অতিরিক্ত ছুটি পাবে। ফের ১৪ অক্টোবর ছত্তিশগড়ের স্কুলগুলো খুলবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, শিক্ষার্থীরা দীপাবলিতেও ৬ দিনের ছুটি পাবে বলে জানা গেছে। দীপাবলি উপলক্ষ্যে ২৮ অক্টোবর থেকে এই ছুটি শুরু হয়ে চলবে ২ নভেম্বর পর্যন্ত। ৩ নভেম্বর রবিবার থাকায় এক্ষেত্রেও পড়ুয়ারা আরও একদিন অতিরিক্ত ছুটি পাবে। আবার ৪ নভেম্বর থেকে স্কুল পুনরায় খুলবে বলে জানা গেছে।