Breaking News
 
CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী Most sixes in a T20 match record:৫২৩ রান ও ৩৮ ছক্কার বিশ্বরেকর্ডের ম্যাচ দেখালো আইপিএল

 

Country

1 year ago

Amit Shah : বিজয় উৎসবে যোগ দিতে গুজরাট যাচ্ছেন অমিত শাহ, সুকান্তের সঙ্গে বৈঠক বাতিল

Kolkata News , Kolkata Khobor , Bangla News , bangla Khobor , Duranta Barta
Kolkata News , Kolkata Khobor , Bangla News , bangla Khobor , Duranta Barta

 

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর  : বৃহস্পতিবার গুজরাটের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বাতিল হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পূর্ব নির্ধারিত বৈঠক। জানা গিয়েছে, বিজেপির বিজয় উৎসবে সামিল হতে গুজরাট যাচ্ছেন অমিত শাহ, সে কারণেই সুকান্তর সঙ্গে এই বৈঠক আপাতত বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার অমিত শাহের দফতরে বৈঠক হওয়ার কথা ছিল শাহ ও সুকান্তর। বুধবারই শাহের দফতর থেকে যোগাযোগ করে বৈঠকের কথা জানানো হয়েছিল সুকান্তকে। বৃহস্পতিবারই কলকাতায় ফেরার কথা ছিল সাংসদ সুকান্তর। কিন্তু শাহের দফতর থেকে ফোন পেয়ে বাতিল করা হয় সেই পরিকল্পনা। কলকাতায় সুকান্তর মজুমদারের কর্মসূচিও বাতিল হয়। তবে সেই বৈঠকই বাতিল হয়ে গেল।

সূত্রের খবর, ভূপতিনগর বিস্ফোরণ সংক্রান্ত রিপোর্ট এদিন শাহের হাতে তুলে দেওয়ার কথা ছিল সুকান্তর। এছাড়া রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা আলোচনা করার কথা ছিল তাঁর। কিছুদিন আগেই রাজ্যপালের হাতে রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট দেওয়া হয়েছে বিরোধী দল বিজেপির তরফে। শাহের হাতেও সেই রিপোর্ট তুলে দেওয়ার কথা ছিল বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে গুজরাটের ফল প্রকাশ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপির জয় পরিষ্কার হয়ে যায়। ইতিমধ্যেই গুজরাটে কংগ্রেস ও আম আদমি পার্টিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপির সরকার গঠন শুধুই সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার বিকেল ৪.৪০ মিনিটে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১০৫টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে আছে আরও ৫১টি আসনে। প্রতিক্রিয়া দিতে গিয়ে অমিত শাহ বলেছেন, যাঁরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, তাঁদের প্রত্যাখ্যান করেছেন গুজরাটের মানুষ। গুজরাটবাসীকে ধন্যবাদ জানিয়ে পরপর টুইটও করেছেন তিনি। বিজয় উৎসবে সামিল হতে গুজরাট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহ।


You might also like!