Breaking News
 
CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী Most sixes in a T20 match record:৫২৩ রান ও ৩৮ ছক্কার বিশ্বরেকর্ডের ম্যাচ দেখালো আইপিএল

 

Country

1 year ago

Gujrat Election : গুজরাট নির্বাচন: মঙ্গলবার রাজ্যের ৭৫টি আসনে বিজেপির একযোগে জনসভা

BJP held simultaneous public meetings in 75 constituencies
BJP held simultaneous public meetings in 75 constituencies

 

আহমেদবাদ, ২১ নভেম্বর  : গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ৯৩টি আসনের মধ্যে বিজেপি একযোগে ৭৫টি আসনে জনসভা করবে। এই সময় ১৫ জন কেন্দ্রীয় নেতা ৪২ টি বিধানসভা আসনে এবং ৩৩ টি বিধানসভা আসনে গুজরাট রাজ্যের ১২ জন বিশিষ্ট নেতা নির্বাচনী সভা করবেন। এর মধ্যে বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গুজরাট, হিমাচল প্রদেশ এবং অসমের মুখ্যমন্ত্রী ছাড়াও নয়জন কেন্দ্রীয় মন্ত্রী সহ ২৭ নেতা থাকবেন।

আহমেদাবাদের নির্বাচনী অফিসে বিজেপির জাতীয় মুখপাত্র ড. সুধাংশু ত্রিবেদী সোমবার সাংবাদিকদের বলেন, গুজরাটে গত ২৭ বছরে বিজেপি যে সমস্ত উন্নয়ন কাজ করেছে এবং ২০১৪ সালের পর কেন্দ্রে সরকার গঠনের পর সব উন্নয়ন কাজ করেছে, তা জনসভায় তুলে ধরা হবে। একই দিনে ৭২টি আসনে জনসভা।

বিজেপির জাতীয় মুখপাত্র ত্রিবেদী জানিয়েছেন, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা শেহেরা, চান্সমা, সিদ্ধপুর এবং নিকোল নির্বাচনী এলাকায় জনসভা করবেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খম্ভাত, থারাদ, দীসা এবং সবরমতি নির্বাচনী এলাকায় নির্বাচনী সভায় যোগ দেবেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ভাভ, কাঙ্করেজ, গান্ধীনগর উত্তর এবং আসারওয়া আসন এলাকায়, জলসম্পদ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বোরসাদ, দানিলিমদা এলাকায় সভা করবেন। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গান্ধীনগর দক্ষিণ, দশক্রোই, ভাটওয়া, পরশোত্তম রুপালা ছোটোদেপুর, হিম্মতনগর, ধোলকা, ঠক্করবাপানগর এলাকায় জনসভা করবেন।

You might also like!