Country

2 weeks ago

Narendra Modi :বিজেপি ঐতিহ্যের পাশাপাশি উন্নয়নের মন্ত্রে বিশ্বাসী : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৪ এপ্রিল : বিজেপি ঐতিহ্যের পাশাপাশি উন্নয়নের মন্ত্রে বিশ্বাসী। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "আমরা সারা বিশ্বে তিরুভাল্লুভার সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করব। বিশ্বের প্রাচীনতম ভাষা তামিল আমাদের গর্ব। তামিল ভাষার বৈশ্বিক মর্যাদা বাড়ানোর জন্য বিজেপি সর্বাত্মক চেষ্টা করবে।" রবিবার বিজেপির নির্বাচনী ইস্তেহার - সংকল্প পত্র প্রকাশের পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "বিজেপির সংকল্প ভারতকে খাদ্য প্রক্রিয়াকরণের কেন্দ্রে পরিণত করা। এতে মূল্য সংযোজন হবে, কৃষকের মুনাফা বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।"

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "বিজেপি প্রকৃত অর্থে সামাজিক উন্নয়ন এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আমরা আয়ুষ্মান ভারত যোজনার আওতায় প্রবীণ নাগরিক এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে আনার সিদ্ধান্ত নিয়েছি।" নারী ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "এখন ভারত নারী নেতৃত্বে উন্নয়নে বিশ্বকে দিক নির্দেশনা দিচ্ছে। গত ১০ বছর নারীর মর্যাদা এবং নারীদের জন্য নতুন সুযোগের জন্য উৎসর্গ করা হয়েছে। আগামী ৫ বছর হবে নারী শক্তির নতুন অংশগ্রহণ!"


You might also like!