Country

1 year ago

Sikkim Tour : সিকিমে তুষারপাত!১,৪০০ পর্যটককে উদ্ধারের পর আবার ধস, ভাঙল রাস্তা

snowfall in North Sikkim
snowfall in North Sikkim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ১১ থেকে ১৫ মার্চ টানা তুষারপাত হয়েছে উত্তর সিকিমে।তার পর থেকে দফায় দফায় তুষারপাত হয়েছে উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়।তুষারপাতের জেরে আটকা পড়েছেন বহু পর্যটক, ইতিমধ্যে প্রায় ১,৪০০ পর্যটককে উদ্ধার করেছে সেনা। কিন্তু রবিবার আবার বড়সড় ধস নামল পূর্ব সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে। গ্যাংটক থেকে মনগান রোডের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেল। সূত্রের খবর, যান চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে ওই রাস্তা।

বর্তমানে উষ্ণতা যথেষ্ট কমে গিয়েছে, সেনা সূত্রে খবর, শনিবার পর্যন্ত ১,৪০০ পর্যটককে জওয়ানরা উদ্ধার করেছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। প্রায় ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় এই উদ্ধার কাজ চলে। তা ছাড়া উত্তর সিকিমবাসী এবং সেনার চলাচলের সুবিধার্থে বরফ পরিষ্কারের কাজ শুরু হয়েছে।কিন্তু রবিবার আবার একাধিক জায়গায় তুষারপাতের খবর মিলেছে। যদিও এখনও হতাহতের কোনও খবর নেই।

You might also like!