Country

3 weeks ago

Assembly polls in Jammu and Kashmir:৩ দফায় জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট; ১৮ সেপ্টেম্বর শুরু, ৪ অক্টোবর ফল ঘোষণা

Assembly polls in Jammu and Kashmir
Assembly polls in Jammu and Kashmir

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জম্মু ও কাশ্মীরে ৩ দফায় হবে বিধানসভায় নির্বাচনের ভোটগ্রহণ। প্রথম দফার ভোট হবে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফার ভোট এবং ১ অক্টোবর তৃতীয় তথা অন্তিম দফার ভোট হবে। ফল ঘোষণা হবে আগামী ৪ অক্টোবর। নির্বাচন কমিশন জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে প্রথম দফা ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ আগস্ট, দ্বিতীয় দফার ভোটের জন্য ৫ সেপ্টেম্বর এবং অন্তিম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর।

 সাংবাদিক সম্মেলন করে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, "নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সম্প্রতি আমরা জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা পরিদর্শন করেছি। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। তাঁরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে চেয়েছেন। লোকসভা নির্বাচনের সময় জম্মু ও কাশ্মীরের ভোটদান কেন্দ্রে দীর্ঘ লাইন এটাই প্রমাণ করে যে, মানুষ কেবল পরিবর্তন চায় না, সেই পরিবর্তনের অংশ হয়ে নিজেদের কন্ঠস্বর তুলে ধরতে চায়। লোকসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরের জনতা বুলেটের বদলে ব্যালট বেছে নিয়েছে।"

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও বলেছেন, "জম্মু ও কাশ্মীরে মোট ৯০টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে ৭৪টি সাধারণ, এসসি-৭ এবং এসটি-৯। জম্মু ও কাশ্মীরে মোট ৮৭.০৯ লক্ষ ভোটার রয়েছেন, যার মধ্যে ৪৪.৪৬ লক্ষ পুরুষ, ৪২.৬২ লক্ষ মহিলা, ৩.৭১ লক্ষ প্রথমবারের ভোটার এবং ২০.৭ লক্ষ তরুণ ভোটার। অমরনাথ যাত্রা ১৯ আগস্ট শেষ হবে এবং ২০ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।"

You might also like!