Country

2 weeks ago

PM Narendra Modi spoke on EVM: ইভিএম জীবিত নাকি মৃত, বিরোধীদের উদ্দেশ্যে প্রশ্ন মোদীর

PM Narendra Modi spoke on EVM (File Picture)
PM Narendra Modi spoke on EVM (File Picture)

 

নয়াদিল্লি, ৭ জুন: অষ্টাদশ লোকসভা নির্বাচনে ইভিএম নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল বিরোধীরা। ভোটের ফল প্রকাশ হয়েছে, নতুন সরকার গঠন হতে চলেছে। তার আগে বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর প্রশ্ন, ইভিএম জীবিত নাকি মৃত? শুক্রবার এনডিএ সংসদীয় দলের বৈঠকে মোদী বলেছেন, "৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণার সময়, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। অনেক ফোন পেলাম। একজনকে জিজ্ঞেস করলাম... ফলাফল ঠিক আছে, কিন্তু বলুন তো ইভিএম জীবিত নাকি মৃত?"

এরপরই প্রধানমন্ত্রী মোদীর সংযোজন, "তাঁরা (বিরোধীরা) ক্রমাগত ইভিএমের অপব্যবহার করছিল... আমি তো ভাবলাম এবার তাঁরা ইভিএম-এর কি অর্থ বের করবে। কিন্তু, ৪ জুন সন্ধ্যা আসতেই তাঁরা চুপ করে গেল। ইভিএম তাঁদের চুপ করিয়ে দিয়েছে। এটাই ভারতের গণতন্ত্রের শক্তি।"


You might also like!