ওয়ানাড, ৩০ জুলাই : কেরলের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারালেন ৪ জন। এছাড়াও কমপক্ষে ৪৮ জন মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকব্যক্ত করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার ভোররাতে ওয়ানাডে ভূমিধসের ঘটনা ঘটে। জাতীয় স্বাস্থ্য মিশন একটি কন্ট্রোল রুম খুলেছে এবং জরুরি সহায়তার জন্য হেল্পলাইন নম্বর ৯৬৫৬৯৩৮৬৮৯ এবং ৮০৮৬০১০৮৩৩ জারি করেছে।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, ভাইথিরি, কলপাট্টা, মেপ্পাদি এবং মানন্তবাদী হাসপাতাল-সহ সমস্ত হাসপাতাল প্রস্তুত রয়েছে। সমস্ত স্বাস্থ্যকর্মীরা রাতেই সেবার জন্য পৌঁছেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভূমিধসের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিজনদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর এক্সএ হ্যান্ডেলে জানিয়েছেন, “ওয়ানাডের মেপ্পাডির কাছে বিশাল ভূমিধসের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।"