Country

1 year ago

24 august floor test in Bihar : ২৪ আগস্ট শক্তি পরীক্ষা নীতীশের, বিধানসভায় প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা

24 august floor test in bihar
24 august floor test in bihar

 

পাটনা, ১১ আগস্ট: আগামী ২৪ আগস্ট শক্তি পরীক্ষার মুখোমুখি হবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারকে ২৪ আগস্ট আস্থাভোটের মুখোমুখি হতে হবে। পাশাপাশি শোনা যাচ্ছে, আগামী ১৬ আগস্ট বিহারে নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। প্রসঙ্গত, ২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভায় জেডি (ইউ)-র বিধায়ক সংখ্যা ৪৫, কংগ্রেসের ১৯, সিপিআইএমএল লিবারেশনের ১২, আর সিপিআই এবং সিপিএম উভয় দলেরই দু’জন করে বিধায়ক আছেন। মহাগঠবন্ধনের বৃহত্তম শরিক আরজেডি-র ৭৯ জন বিধায়ক রয়েছেন, হিন্দুস্তান আওয়াম মোর্চার চার জন বিধায়ক রয়েছেন। নির্দল বিধায়ক রয়েছেন এক জন। পক্ষান্তরে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭।

অষ্টমবারের জন্য বুধবারই বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেছেন জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার। উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। এবার আগামী ২৪ আগস্ট বিহার বিধানসভায় আস্থা ভোট। নিজেদের শক্তি প্রমাণ করতে হবে নীতীশ ও তেজস্বীকে। যদিও, পাটিগণিতের হিসেব অনুযায়ী আস্থাভোটে জয়লাভ শুধুই সময়ের অপেক্ষা।


You might also like!