Country

2 years ago

Dayanand Saraswati : দরিদ্র ও প্রান্তিকদের উন্নীত করাই শীর্ষ অগ্রাধিকারে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি : দরিদ্র ও প্রান্তিক মানুষজনের উন্নীত করাই শীর্ষ অগ্রাধিকারে পরিণত হয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী উদযাপন সমারোহের সূচনা করেন। এই উপলক্ষ্যে ভাষণও দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, বর্তমানে দেশের মেয়েরাও রাফাল যুদ্ধবিমান উড়াচ্ছে। দরিদ্র ও প্রান্তিকদের উন্নীত করা শীর্ষ অগ্রাধিকারে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রীর কথায়, মহর্ষি দয়ানন্দ সরস্বতী ভারতের নারীর ক্ষমতায়নের জন্য একটি কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এবং সামাজিক বৈষম্য, অস্পৃশ্যতা এবং এই ধরনের অনেক বিকৃতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রচার শুরু করেছিলেন। মহর্ষি দয়ানন্দজি বিশ্বাস করতেন আমাদেরই বিশ্বকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া উচিত। মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দেখানো পথ কোটি কোটি মানুষের মনে আশা জাগায়।"

মহর্ষী দয়ানন্দ সরস্বতী তাঁর সময়ের তুলনায় চিন্তাভাবনায় অনেক আধুনিকমনস্ক ছিলেন। তিনি নারী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। মহর্ষীর ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী উদযাপন সমারোহের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যখন পশ্চিমী দুনিয়া নারী স্বাধীনতার প্রশ্নে দোলাচলে ভুগছিল, সেই সময় দয়ানন্দ সরস্বতী মেয়েদের পড়াশোনার জন্য উদ্যোগী হয়েছিলেন।


You might also like!