Country

3 days ago

Giriraj Singh on Waqf Bill: ওয়াকফ বিল সাংবিধানিক, মুসলিমদের স্বার্থে,গিরিরাজ সিং

Giriraj Singh
Giriraj Singh

 

নয়াদিল্লি, ২ এপ্রিল : ওয়াকফ বিল সাংবিধানিক, এটি মুসলিমদের স্বার্থে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, "এই বিলটি সাংবিধানিক, মুসলিমদের স্বার্থে, দরিদ্রদের স্বার্থে। যারা এর বিরোধিতা করছেন তারা মুসলিম-বিরোধী।"

উল্লেখ্য, বুধবারই লোকসভায় পেশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এই বিলের সমালোচনা করে আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা বলেন, "প্রতিটি সাংবিধানিক ‍ভিত লঙ্ঘিত হচ্ছে। আমরা (বিরোধীরা) কৃষক আন্দোলনের সময়ও বলেছিলাম, কোনও তাড়াহুড়ো করা উচিত নয়। কিন্তু তারা (কেন্দ্রীয় সরকার) তাড়াহুড়ো করে কাজ করেছে। তারপর কী হয়েছিল? (তিনটি কৃষি আইন) প্রত্যাহার করতে হয়েছিল। একই পরিস্থিতি এখানেও হওয়া উচিত নয়।"

You might also like!