Country

20 hours ago

PM Narendra Modi Departs For Thailand And Sri Lanka: ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী, ৪-৬ এপ্রিল থাকবেন শ্রীলঙ্কায়

PM Narendra Modi
PM Narendra Modi

 

নয়াদিল্লি, ৩ এপ্রিল : থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা হন মোদী। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের থাইল্যান্ড সফরে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ৪ এপ্রিল, শুক্রবার ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এটি হচ্ছে প্রধানমন্ত্রীর তৃতীয় থাইল্যান্ড সফর।

থাইল্যান্ড সফর শেষে শ্রীলঙ্কায় যাবেন প্রধানমন্ত্রী। ৪-৬ এপ্রিল শ্রীলঙ্কায় থাকবেন তিনি। প্রধানমন্ত্রী মোদী নিজেই শ্রীলঙ্কা সফর সম্পর্কে জানিয়েছেন, "আমার শ্রীলঙ্কা সফর ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের ভারত সফরের পর এই সফর। আমরা বহুমুখী ভারত-শ্রীলঙ্কা বন্ধুত্ব পর্যালোচনা করব এবং সহযোগিতার নতুন পথ নিয়ে আলোচনা করব। আমি সেখানে বিভিন্ন বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"


You might also like!