Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Cooking

2 years ago

Niramish Doi Alur Dom:লাগবে না পেঁয়াজ-রসুন, মাছ-মাংস ফেলে খাবেন নিরামিষ দই আলুর দম

Niramish Doi Alur Dom
Niramish Doi Alur Dom

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাঙালি নিরামিষ খাবার মানেই পেঁয়াজ রসুন ছাড়া রান্না। অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে, পেঁয়াজ রসুন বাদে রান্না করলে নাকি খাবারের তেমন স্বাদ হয় না। ‘নিরামিষ দই আলুর দম’ (Niramish Doi Alur Dom) সেই ভুল ধারণাটাই ভেঙে দেবে।

বাঙালি রান্নায় আলু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রায় সব খাবারেই আলু দেওয়া বাঙালির প্রিয় অভ্যেস। এই রেসিপিতে না লাগবে পেঁয়াজ, না লাগবে রসুন। খুব সামান্য উপকরণেই কম সময়ে তৈরি হয়ে যাবে এই রান্না। ভাত বা পরোটা দিয়ে জমে যাবে রাতের খাবার।

উপকরণ:

১. আলু, ১ কাপ টক দই

২. হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো

৩. তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা সরষে, কালোজিরে, মেথি দানা

৪. আদা বাটা, হিং

৫. ধনে পাতা, কসৌরি মেথি

প্রস্তুত প্রণালী:-

নিরামিষ আলুর দম (alur dom) রান্না করতে প্রথমে গোটা আলু ৪ টুকরো করে কেটে নিয়ে সেদ্ব করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে আলু ভেজে তুলে নেব।

কড়াইতে আর একটু তেল দিয়ে পাচ ফোড়ন, এলাচ, দারচিনি ও লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিয়ে সুগন্ধ বের হলে আদা বাটা, গোটা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে।

টমেটো ভালো করে মিশে গেলে লঙ্কা গুড়ো, হলুদ দিয়ে এবার ভাজা আলু দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মত নুন, চিনি দিয়ে অল্প জল দিতে হবে। আলু সেদ্ধ বলে জল কম লাগবে। ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে।

এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ভালো করে ফুটে যখন প্রায় ঘন হয়ে আসবে, ভাজা গুড়ো মশলা ছড়িয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে অল্প সময় ঢাকা দিয়ে রাখতে হবে। বাস তৈরি কষা আলুর দম (aloo dum), এই আলুর দম শুখনো হবে।

এবার আলুর দমের উপর ধনেপাতা কুচি ও লঙ্কা দিয়ে পরিবেশন করুন।

You might also like!