Business

11 months ago

Exchange of 2000 note : ২০০০ টাকার নোট বদলে প্রয়োজন নেই পরিচয়পত্রের, জানাল পিএনবি কর্তৃপক্ষ

exchange of 2000 note   (Symbolic Picture)
exchange of 2000 note (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ২৩ মে : দেশজুড়ে মঙ্গলবার থেকে বিভিন্ন ব্যাঙ্কে ২,০০০ টাকার নোট বদল করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নোট বদল করার জন্য প্যান বা আধার কার্ডের মতো কোনও পরিচয়পত্র দেখাতে হবে না। এমনকি, ব্যাঙ্কের কোনও ফর্মপূরণ করতে হবে না নোট জমা দিতে ইচ্ছুকদের। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র পর মঙ্গলবার এমনই জানিয়েছেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কর্তৃপক্ষ।

পিএনবি জানিয়েছে, তাঁদের ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে নোটবদল করতে পারবেন গ্রাহকেরা। এমনকি, অন্য ব্যাঙ্কের গ্রাহকেরাও এই সুবিধা পাবেন। রিজার্ভ ব্যাঙ্কের তরফে আগেই জানানো হয়েছিল, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোট বদলের প্রক্রিয়া চলবে তাঁদের ১৯টি আঞ্চলিক অফিসেও। একলপ্তে ২,০০০ টাকার ১০টি নোট অর্থাৎ ২০,০০০ টাকা পর্যন্ত বদল করা যাবে। যদিও এক দিনে ২০০০ টাকার নোট বদল করার কোনও ঊর্ধ্বসীমা রাখেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে ২০,০০০ টাকার বেশি নোট বদল করার জন্য আয়কর দফতরের বহাল নিয়ম মানতে হবে।

বাজার থেকে ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার ঘোষণার পরই জনমানসে ফিরেছে নোট বাতিলের স্মৃতি। সে বার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। তার পরেই নোটের জোগান দিতে ২ হাজার টাকার নোট আনা হয়েছিল। এ বার সেই ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হয়েছে।


You might also like!