Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Business

1 year ago

Indian Stock Exchange: প্রথম ৭৫ হাজার পেরোল সেনসেক্স, সর্বকালীন রেকর্ড ভারতীয় শেয়ার বাজারে

Indian Stock Exchange
Indian Stock Exchange

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবছরের প্রথম ১০০ দিনেই একাধিক রেকর্ড সেনসেক্সের। বিশ্বেরে তাবড় তাবড় দেশ আর্থিক মন্দার কারণে ধুঁকছে। এই সময় ভারতীয় অর্থনীতির এই সাফল্য নিঃসন্দেহে বড় বিষয়। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ৭৫০০০ পয়েন্ট অতিক্রম করে গিয়েছে। নিফটি ২২,৭৫০ পয়েন্ট পেরিয়েছে।

ভারতীয় শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীরা লগ্নি করছেন। বাজার বিশেষজ্ঞদের মতে, এর ফলেই ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় শেয়ার বাজারে। গত অর্থবর্ষে স্টক মার্কেটে ২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছিল। এই অর্থবর্ষে বিনিয়োগকারীরা ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করে ফেলেছেন বলে জানা গিয়েছে। এরই প্রভাব দেখা গিয়েছে শেয়ার বাজারে।

গত ১০০ দিনে সেনসেক্স ৩.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সেনসেক্স সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। বুধবার প্রথম বার একদিনে সাড়ে ৩০০-এর বেশি পয়েন্ট বেড়েছে।


You might also like!