Business

1 year ago

Gold and Silver Price : লক্ষ্মীবারে সামান্য কমল সোনার দাম, ৫ বড়ো শহরে কী দাম থাকছে হলুদ ধাতুর জেনে এক ক্লিকে

Gold Price & Silver Price
Gold Price & Silver Price

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একটানা মূল্য বৃদ্ধি কাটিয়ে বেশ কয়েকদিন পর বৃহস্পতিবার দেশের বেশিরভাগ জায়গায় কমেছে হলুদ ধাতুর দাম। ভারতে সোনার দাম নির্ভর করে দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা সোনার বাজারের উপরে ‌। এছাড়া বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকায় সোনার দামও আলাদা হয়ে থাকে। জেনে নিন বৃহস্পতিবার দেশের কোন শহরে সোনার দাম কত, 

কলকাতা: আজ কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৩,০৫০  টাকা।

নয়াদিল্লি: নয়াদিল্লিতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৩,৩০০ টাকা।

মুম্বই: এখানে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৩,০৫০ টাকা।

চেন্নাই: চেন্নাইতে ২২ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৩,৮০০ টাকা।

ব্যাঙ্গালুরু: ব্যাঙ্গালুরুতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৩,১০০ টাকা রয়েছে।


অন্যদিকে কেজিতে প্রায় তিন হাজার টাকা বেড়েছে রুপোর দাম। বৃহস্পতিবার ১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ৬৯,০০০ টাকা।

প্রতিদিন বেড়েই চলেছে সোনার দাম। পাশাপাশি রূপোর পাল্লাও বেশ ভারী। সোনা রুপোর দাম কমা-বাড়া নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। মনে করা হচ্ছে, আগামী দিনে আরও বাড়তে পারে সোনার দাম!

You might also like!