Business

1 year ago

Employees State Insurance : ইএসআই তহবিলও শেয়ার বাজারে লগ্নি করতে চলেছে মোদী সরকার

Center to invest ESI fund on Share market
Center to invest ESI fund on Share market

 

দুরন্ত  বার্তা ডিজিটাল ডেস্কঃ  রবিবার শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদবের সভাপতিত্বে কর্মী রাজ্য বিমা নিগমের (ইএসআইসি) পরিচালন পর্ষদের বৈঠকে এক বিবৃতি দিয়ে জানান,  ইএসআই তহবিল শেয়ার বাজারে লগ্নি করতে চলেছে মোদী সরকার। এর আগে প্রভিডেন্ট ফান্ড ও বাজার লগ্নি করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ট্রেড ইউনিয়নগুলির একাংশ। তাদের দাবি, ইএসআইয়ের মতো সমাজের স্বল্প আয়ের মানুষদের সুরক্ষা প্রকল্পের টাকা ঝুঁকিপূর্ণ জায়গায় লগ্নি করার অনুমতি দিয়ে সরকার বহু মানুষের জীবন অনিশ্চিত করে দিতে চলেছে।  

এ দিনের সিদ্ধান্ত অনুযায়ী, শুরুতে প্রতি বছর ইএসআইয়ের সমস্ত খরচ মিটিয়ে যে টাকা অবশিষ্ট থাকবে, তার ৫% শেয়ারে লগ্নি হবে। ছ’মাস (দু’টি ত্রৈমাসিক) অম্তর বিষয়টি পর্যালোচনা করে পর্যায়ক্রমে লগ্নির পরিমাণ নিয়ে যাওয়া হবে ১৫ শতাংশে। পুঁজি খাটানো হবে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) মাধ্যমে। তবে শুধুমাত্র নিফ্‌টি এবং সেনসেক্সের ইটিএফেই। 

শ্রম মন্ত্রক দাবি করেছে, বর্তমানে ইএসআইয়ের টাকা প্রধানত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং কেন্দ্রীয় সরকারের ঋণপত্রে লগ্নি হয়। কিন্তু তা থেকে আয় কমছে। অথচ বাড়ছে প্রকল্পের সদস্য সংখ্যা। তাই তহবিলের আয় বাড়াতেই শেয়ারে লগ্নির এই সিদ্ধান্ত।

You might also like!