West Bengal

1 year ago

visva bharati centenary:বিশ্বভারতী চত্বরে একাধিক বিষধর সাপ!‌ নিরাপত্তায় তৎপরতা বন দফতরের

visva bharati centenary
visva bharati centenary

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৮ মার্চ সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতি  দ্রৌপদী মুর্মু আসছেন বিশ্বভারতীতে । তাঁর নিরাপত্তা নিশ্ছিদ্র করতে জোরদার তৎপরতা শুরু হয়েছে গোটা বিশ্ববিদ্যালয়জুড়ে। আর রাষ্ট্রপতির নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বভারতীতে সাপের উপদ্রবই অন্যতম চ্যালেঞ্জ বলে জানা গেছে। বিষাক্ত সব সাপ রয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। পরিস্থিতি মোকাবিলায় আজ বৃহস্পতিবার থেকে বন দফতরের  একটি টিম থাকবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।

রাষ্ট্রপতির নিরাপত্তায় যাতে কোনও ঘাটতি না থাকে তারজন্য বুধবার পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন ডিরেক্টর অফ সিকিউরিটি। তারপরেই সাপের আতঙ্ক সামনে আসে। রবীন্দ্রভবন সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করে ওই দলটি। সে সময় বেশ কিছু বিষধর সাপের উপস্থিতি নজরে এসেছে বলে 

জানা গেছে। রাষ্ট্রপতি যে সমস্ত জায়গায় যেতে পারেন সেই এলাকাগুলি ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা 

জানা গেছে রবীন্দ্রভবনের অতিথিশালা, শ্যামলী, কোনার্ক, উদয়ন, লালবাঁধ, পম্পা লেক এই এলাকাগুলিতে প্রচুর ঝোপজঙ্গল রয়েছে। তারউপর সূর্যের আলো না পড়ায় স্যাঁতসেতে। তাই সাপের আশ্রয়স্থল। সাপের উপস্থিতি দেখেই ঘুম গিয়েছে নিরাপত্তা আধিকারিকদের। সঙ্গে সঙ্গেই বন দফতরকে বিষয়টি জানানো হয়। এরপরেই বনদফতরের আধিকারিকরা বিশ্বভারতীতে যান।

বৃহস্পতিবার এডিএফও শ্রীকান্ত ঘোষ জানান, বুধবারই বন দফতরের টিম বিশ্বভারতীতে গিয়ে পরিদর্শন করেছে। তিনি বলেন, “কাল আমি নিজেও গিয়েছিলাম। উদয়ন, কলাভবনের বেশ কিছু জায়গায় সাপ আছে। আজ বন দফতরের একটা টিম বিশ্বভারতীতে পৌঁছে গেছে। যা যা ব্যবস্থা নেওয়ার সব নেওয়া হবে। আজ থেকে রাষ্ট্রপতির সফর শেষ হওয়া পর্যন্ত বিশ্বভারতীতে থাকবে ওই দলটি। আমাদের দিক থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

You might also like!