ক্যানিং, ১৯ এপ্রিল : দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলায় আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও তাঁর সঙ্গী। আগামীকাল ভাঙড়ের শোনপুর বাজারে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার সভা রয়েছে। শুক্রবার রাত ১১টা নাগাদ সভার প্রস্তুতি বৈঠক সেরে ফিরছিলেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ও যুব তৃণমূলের অঞ্চল সহ সভাপতি বাবুলাল লস্কর ও তাঁর অনুগামী আজিজুল লস্কর। অভিযোগ, দুষ্কৃতীরা রাস্তা আটকে দু'জনকে ব্যাপক মারধর করে। গুরুতর জখম হন তৃণমূল পঞ্চায়েত সদস্য। রাতে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে মাদক কারবারের প্রতিবাদ করায়, আক্রোশবশত এই হামলা বলে অভিযোগ। জীবনতলা থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা এখনও অধরা।