West Bengal

1 year ago

Cooch Behar Municipal Corporation : রবীন্দ্রনাথ ঘোষের উপর হামলার প্রতিবাদে কোচবিহার পুরসভায় কর্মবিরতি পালন, ব্যাহত পরিষেবা

CoochBeahar Municipal Corpoartion
CoochBeahar Municipal Corpoartion

 

কোচবিহার, ২৪ মার্চ : কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের উপর হামলার প্রতিবাদে শুক্রবার কর্মবিরতি পালন করলেন কোচবিহার পুরসভার কর্মচারীরা। ঘটনার প্রতিবাদে এদিন সকালে পুরসভার কয়েকশো কর্মচারী শহরে একটি মিছিলও বের করে। পুরসভার কর্মচারীদের এই সিদ্ধান্তের ফলে এদিন কোনও পরিষেবা পেলেন না কোচবিহারবাসী ।

বৃহস্পতিবার বাড়ি থেকে পুরসভায় আসার সময় নিজের বাড়ির এলাকায় হামলার শিকার হন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তারই প্রতিবাদে পুরসভার কর্মচারীরা এদিন এই পেনডাউন করেছেন। শুক্রবার কর্মবিরতি পালনের পাশাপাশি এদিন সকালে পুরসভার কয়েকশো কর্মচারী শহরে একটি মিছিলও বের করে।মিছিলটি শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে। এরপর অফিসে ফিরে এসে কর্মচারীরা প্রত্যেকেই পেনডাউন করেন। এর ফলে সামান্য কিছু জরুরি পরিষেবা খোলা থাকলেও বাকি সমস্ত পরিষেবা এদিন বন্ধ থাকে পুরসভায়।

বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘এটা পুরসভার কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সেখানে কিছু করার নেই।‘ বিষয়টি নিয়ে পুরসভার কাউন্সিলার অভিজিৎ মজুমদার বলেন, ‘চেয়ারম্যান হচ্ছেন আমাদের কোচবিহার পুরসভার মাথা। তাঁর উপরেই যদি হামলা হয় তাহলে আমরা পরিষেবা কিভাবে দিতে পারি। পুরসভার কর্মচারীরাও সেই প্রতিবাদেই এদিন পেনডাউন করছেন।‘ একইসঙ্গে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে শাস্তির দাবিও তাঁরা জানান।

কোচবিহার পুরসভার কর্মচারী অভিষেক গুপ্ত চৌধুরী বলেন, ‘আমাদের পুরসভার চেয়ারম্যানের উপর গতকাল হামলা হয়েছে তার প্রতিবাদেই আমরা এদিন পেনডাউন করেছি। যে অফিসটা নাগরিক পরিষেবা দেয়। তার উপরেই যদি হামলা হয়। তাহলে আমরা কিভাবে কাজ করব।‘


You might also like!