কলকাতা, ২৩ এপ্রিল : অবশেষে ঘেরাওমুক্ত হলেন এসএসসি-র চেয়ারম্যান, তবে চাকরিহারারা এখনও ধর্নায় বসে আছেন। সোমবার সন্ধ্যা থেকে নিজের দফতরে আটকে ছিলেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও অন্য আধিকারিকেরা। অবশেষে বুধবার সকালে ছাড়া পেয়েছেন সিদ্ধার্থ।
এ বিষয়ে চাকরিহারাদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানান, বুধবার হাই কোর্টে মামলা রয়েছে। সেখানে চেয়ারম্যানকে সশরীরে হাজির থাকতে হবে। তাই শর্তসাপেক্ষে তাঁকে ছাড়া হচ্ছে। এদিকে, বুধবার সকালেও চাকরিহারাদের অবস্থান চলছে। চড়া রোদ, তীব্র গরম উপেক্ষা করে এসএসসি দফতরের সামনেই বসে রয়েছেন চাকরিহারারা।