কলকাতা, ২২ এপ্রিল : বৃষ্টি থামতেই, মেঘ কাটতেই ফের পরিবর্তন বঙ্গের আবহাওয়ায়। ভ্যাপসা ও অস্বস্তিকর গরমে নাস্তানাবুদ বঙ্গের দক্ষিণ প্রান্ত, উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২-৩ দিনের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৩ দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২-৩ দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঝড়-বৃষ্টির আবহ কেটে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও বাড়ছে গরম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।