কলকাতা, ২০ মে : পূর্ব-পশ্চিম অক্ষরেখা সক্রিয় হয়েছে, তার উপর সাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আর তাই পশ্চিমবঙ্গে আরও কিছু দিন ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২২ মে পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। দুই বঙ্গেই নামতে পারে তাপমাত্রার পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। যার ফলে কমবে তাপমাত্রাও। এই সময়ে জমির ফসল ক্ষতি হতে পারে, তাই কৃষকদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।