West Bengal

10 months ago

Sealdah main line train Problem: সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তির মুখে যাত্রীরা! নৈহাটিতে বিকল সিগন্যাল, ট্রেন চলাচল ব্যাহত

Sealdah Main line (Symbolic Picture)
Sealdah Main line (Symbolic Picture)

 

নৈহাটি ২২ মে ২০২৩ঃ  সপ্তাহের শুরুতেই ফের ভোগান্তির শিকার নিত্য রেলযাত্রীরা। শিয়ালদহ মেইন শাখায় ব্যাহত ট্রেন চলাচল। নৈহাটির কাছে সিগন্যাল বিকল হয়ে এমন ঘটনার অভিমুখে পড়েন যাত্রীরা।

যাত্রীদের একাংশ জানিয়েছেন, শিয়ালদহ অভিমুখে একাধিক ট্রেন বি‌ভিন্ন স্টেশনে আটকে রয়েছে। অল্প কিছু ট্রেন চললেও, সেগুলি নির্ধারিত সময়ের প্রায় ৪০-৪৫ মিনিট পর গন্তব্যে গিয়ে পৌঁছচ্ছে। 

সমস্যা সমাধানে দ্রুত আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নৈহাটিতে পাঠানো হয়েছে। কী কারণে সিগন্যালিং ব্যবস্থায় এমন বিভ্রাট, তা খতিয়ে দেখা হচ্ছে। রেলের তরফে যাত্রীদের আশ্বাস দিয়ে জানানো হয়েছে, খুব দ্রুতই সমস্যা মিটে যাবে। তবে এখনও পর্যন্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি বলেই রেল সূত্রে খবর। এক যাত্রীর মুখেও চরম অস্বস্তির আওয়াজ। তিনি বলেন, “সকালে কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে স্টেশনে পৌঁছে দেখি ব্যারাকপুর স্টেশনে বহুক্ষণ ধরে কোনও ট্রেন নেই। ট্রেন পাওয়ার পরেও দেখি, তা কিছুটা এগিয়েই দাঁড়িয়ে পড়ল। জানি না কীভাবে সময়ে গন্তব্যে পৌঁছব।”

You might also like!