West Bengal

3 days ago

Dr. Subhash Sarkar:বিচার নয়,যারা ঘটনার প্রমান লোপাট করেছে তাদের বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী : ডাঃসুভাষ সরকার

Dr. Subhash Sarkar
Dr. Subhash Sarkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  আর জি কর কান্ডের বিচার নয় -যারা ঘটনার প্রমান লোপাট করতে চাইছে তাদের বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।  কলকাতায় জুনিয়র ডাক্তার দের অবস্থান মঞ্চে হাজির হয়ে ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিচার চাই বলে যে দাবী করেছেন তার পরিপ্রেক্ষিতে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আজ এই মন্তব্য করে বলেন দোষীদের বাঁচাতে মুখ্যমন্ত্রী কপিল সিব্বাল সহ পঁচিশ জন আইনজীবী কে নিয়োগ করেছেন যার খরচ কয়েক কোটি টাকা।

এ প্রসঙ্গে তিনি আরোও বলেন জুনিয়র ডাক্তার দের আন্দোলন প্রত্যাহার করা র আহ্বান জানিয়ে তাদের দাবী দাওয়া স্টাডি করার প্রতিশ্রুতি দেন।এদিন তিনি অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি র ব্যাখ্যা উল্লেখ করে তিনি বলেন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ই বলেছেন প্রতিশ্রুতি মানেই ভাওতা, প্রতিশ্রুতি মানেই চিটিং, প্রতিশ্রুতি মানেই  প্রতারনা।কাজেই প্রতিশ্রুতি না দিয়ে মুখ্যমন্ত্রীর উচিত আন্দোলনকারীদের দাবী মেনে আলোচনায় বসা।

You might also like!